সখিপুরে ২০০পিস ইয়াবাসহ দুই যুবক আটক

172
চরকুমারিয়া মাস্টার কান্দি এলাকার জুলফিকার সরদারের ছেলে সবুজ সরদার (৩৫) এবং সেন্টুর ছেলে জলু (২৫)

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরকুমারিয়া এলাকার মাস্টার কান্দি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে সখিপুর থানা পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) রাত ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—হলেন সখিপুর থানাধীন চরকুমারিয়া ইউনিয়নের মাস্টার কান্দি বাসিন্দা জুলফিকার সরদারের ছেলে সবুজ সরদার (৩৫) ও সেন্টু’ মুতাইত এর ছেলে জহু মুতাইত (২৫) এবং সখিপুর থানার মামলা নং- ০৮। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৬৪,৫০০ (চৌষট্টি হাজার পাঁচশত) টাকা।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সানোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “শরীয়তপুর জেলা পুলিশ সুপার এবং ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। আমি সখিপুর থানায় যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।”

ওসি ওবায়দুল হক আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।