উত্তরায় ২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী গ্রেফতার

0
251
গ্রেফতারকৃত ২ আসামী মো. আব্দুল হামিদ (২৮) ও মো. রাহাত উল্লাহ। ছবি- সিএনএস

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর উত্তরা এলাকায় ট্রাফিক বিভাগের নিয়মিত তল্লাশির সময় ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে উত্তরা ট্রাফিক বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুল হামিদ (২৮) ও মো. রাহাত উল্লাহ।

জব্দকৃত মোটর সাইকেল।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে গোলচত্বরে ট্রাফিক বিভাগের চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটির কাগজপত্র যাচাই করার সময় পেছনে বসা আরোহী মো. আব্দুল হামিদের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তাৎক্ষণিকভাবে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্তরা ইয়াবাগুলো রাজধানীতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

উত্তরা ট্রাফিক বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ট্রাফিক বিভাগের চেকপোস্টগুলোতে মোটরসাইকেল ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বিপুল পরিমাণ মাদক জব্দ করা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here