নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

59
প্রতীকী ছবি।

জহিরুল ইসলাম নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (গতকাল) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো—৫ বছর বয়সী শাকিব শেখ এবং ৪ বছর বয়সী মানিক ইসলাম। শাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে, আর মানিক তার মামাতো ভাই; বাবার নাম আরিফুল ইসলাম। যদিও মানিকের বাড়ি বরিশালে, সে দীর্ঘদিন ধরে তার মায়ের সঙ্গে মামার বাড়িতে থাকছিল।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। পরিবারের সদস্যরা তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। খেলার এক পর্যায়ে তারা বাড়ির পাশের একটি ছোট পুকুরের ধারে চলে যায় এবং সেখানেই পানিতে ডুবে যায়।

সন্ধ্যার দিকে শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুরে একজন শিশুর মরদেহ দেখতে পেয়ে উদ্ধারের পর অপর শিশুর মরদেহও পাওয়া যায়।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি খুবই হৃদয়বিদারক। দুই শিশু খেলতে খেলতে পুকুরে পড়ে যায় এবং ডুবে মারা যায়। বর্তমানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।”