অনলাইন ডেস্কঃ নারীবিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের সাহসী ভূমিকা স্মরণে আগামীকাল, মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করেছে প্রগতিশীল নারী সংগঠন নারী সংহতি।
এই সমাবেশের মাধ্যমে নারী সংহতি শ্রদ্ধা জানাবে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাহসী নারী যোদ্ধা ও শহীদদের। আয়োজকরা জানান, এই কর্মসূচি শুধু অতীতের লড়াইকে স্মরণ নয়, বরং বর্তমান সময়ে নারীবিদ্বেষী তৎপরতা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সমাবেশে সভাপতিত্ব করবেন নারী সংহতির সভাপতি শ্যামলী শীল। উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, সহ সাধারণ সম্পাদক রেবেকা নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কানিজ ফাতেমা, অর্থ সম্পাদক আরিফা সুলতানা, রেক্সোনা পারভীন সুমি, ফরিদা ইয়াসমিন ডলি এবং কেরানীগঞ্জ মান্দাইলের সংগঠক লিপি আক্তার ও রাশিদা আক্তার প্রমুখ।
সমাবেশে সংহতি জানাবেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী যোদ্ধারা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তারা অভ্যুত্থানের বাংলাদেশে একটি বৈষম্যহীন, প্রগতিশীল এবং নারীবান্ধব সমাজ গঠনের আহ্বান জানাবেন।
নারী সংহতি সংবাদমাধ্যমের সব প্রতিনিধি ও আলোকচিত্রীদের এ কর্মসূচি কাভার করার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।