সরকার ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে নীতিগত অনুমোদন দিয়েছে

55

প্রধান প্রতিবেদকঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে সিভিল ও ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল (ই/এম) অংশ বাস্তবায়নের জন্য দুটি পৃথক প্রস্তাব আজ নীতিগতভাবে অনুমোদন করেছে সরকার।

আজ সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির ২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। একই দিনে তিনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিবীক্ষণ কমিটির বৈঠকেও সভাপতিত্ব করেন।

সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের প্রস্তাব দুটি অনুমোদিত হয়েছে এবং এর নির্মাণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

তিনি আরও জানান, পূর্ববর্তী সরকারের সময় স্বাক্ষরিত স্বাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তিতে অসঙ্গতি থাকায় সেগুলোর পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনাও রয়েছে। সেই অনুযায়ী, আইনি পরামর্শ গ্রহণ ও প্রয়োজনীয় আলোচনার জন্য একটি নতুন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

খাদ্য মজুদের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ধান, চাল এবং গমসহ প্রধান খাদ্যশস্যের মজুত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সরকার সেটিকে সন্তোষজনক বলেই মনে করছে। বিশেষভাবে, গত অর্থবছরের ৩০ জুন পর্যন্ত ধান ও চালের মজুত পর্যবেক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজারে পণ্যের দামের ওঠানামা স্বাভাবিক ঘটনা। তবে সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে। সূত্রঃ বাসস