উত্তরায় অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।

46

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে দলীয় সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা ও অবরুদ্ধের প্রতিবাদে রাজধানীর উত্তরায় অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।

আজ (বুধবার) বিকাল ৬ টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ব্লকেড কর্মসূচিটি পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী চলা ব্লকেড কর্মসূচির কারণে এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে যানজটে ভোগান্তিতে পড়ে বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে সহযোগিতা করেছে শিক্ষার্থীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির ডাকে উত্তরায় সড়ক অবরোধের ঘোষণা দেয় স্থানীয় ছাত্রসমাজ ও জাতীয় নাগরিক পার্টির যুব শাখা জাতীয় যুবশক্তির নেতারা।

এক ছাত্র জানায়, গত বছরের এই দিনে সরকারে থেকে এসব আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে।

আজকে এক বছর পর এসেও তারা আবার তাদের ঘৃণিত রূপ দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসব সন্ত্রাসীদেরকে এখনই রুঁখে দিতে হবে।

উত্তরা পূর্ব থানা এনসিপি নেতা মাহিন তালুকদার বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা যে গোপালগঞ্জে লুকিয়ে আছে আজকের ঘটনায় তা প্রমাণিত হল। আমরা সরকারকে বলব এখনই গোপালগঞ্জের ওই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।