এস ইসলাম খাজা কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার এলাকার পোস্ট অফিস রোডের দীর্ঘদিনের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ। দীর্ঘ প্রায় ১৫ বছরেও এ রাস্তাটির কোনো সংস্কার কাজ না হওয়ায় রাস্তার খানাখন্দে জমে থাকে পানি। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
উল্লেখ্য, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন গৌরীপুর বাজারের ব্যস্ত ব্যান্ডারদের অফিস, পশু হাসপাতাল, ভূমি অফিস, আলী আকবর কারিগরি বিশ্ববিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতায়াত করতে হয়। এছাড়া গৌরীপুরের পশ্চিম বাজারের বসতি এলাকার বাসিন্দারা, বাজারে কাঁচা বাজার করতে আসা সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরাও এ রাস্তা ব্যবহার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে থাকেন। কিন্তু সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে চলাচল একপ্রকার দুঃসাধ্য হয়ে পড়ে। রাস্তার দুই পাশে মুরগির দোকান ও কাঁচা বাজার থাকায় ফুটপাত দিয়েও হাঁটা যায় না।
এলাকাবাসীর দাবি, গৌরীপুর বাজার দাউদকান্দি উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক এলাকা, যেখানে থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয়। অথচ এত গুরুত্বপূর্ণ এলাকার রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে আছে। জনগণের জোর দাবি, অতি দ্রুত এই রাস্তাটি উঁচু করে সংস্কার করা হোক এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
স্থানীয়রা দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, “আমরা আর অবহেলা চাই না, রাস্তাটি সংস্কার করে আমাদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করুন।”