ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ আগামীকাল (১৯ জুলাই) বিকাল ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরা পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতিমূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মিছিলটি উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন পলওয়েল কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরার সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম। তিনি মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জাতীয় সমাবেশে জনগণকে অংশগ্রহণ করতে হবে।
জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে প্রতিষ্ঠা হোক ইসলামের বাংলাদেশ। এই দেশ কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জন্য নয়।”
এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির সুলতান আহমেদ, কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আগামী ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ হবে দেশের বর্তমান অবস্থার বিচারে একটি ঐতিহাসিক আয়োজন। সমাবেশ সফল করতে দলের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়।