নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আসিফ ইকবালের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রগতিশীল যুব সংগঠন যুব বাঙালি।
শনিবার রাজধানীর পরিবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
আসিফ ইকবাল ছিলেন ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্যমূলক শাসনব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের অগ্রসেনানী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীন বাংলাদেশের জন্য উপযোগী শাসনব্যবস্থা গঠনের সংগ্রামে।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শহীদ আসিফ ইকবালের আত্মাহুতি আমাদের স্মরণ করিয়ে দেয়—স্বাধীন দেশ গঠনের প্রকৃত অর্থ তখনই পূরণ হবে, যখন আমরা একটি প্রতিনিধিত্বশীল, ন্যায়ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব।
নেতৃবৃন্দ আরও বলেন, যদি সেই লক্ষ্য পূরণ না হয়, তাহলে তা হবে শুধু শহীদের আত্মার প্রতি অসম্মানই নয়, জাতির সঙ্গে প্রতারণা।
বক্তারা শহীদের প্রেরণায় দেশ গঠনে তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন যুব বাঙালির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অপু ও তানসেন, সভাপতি রায়হান তানবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলী পারভেজ ও তোফাজ্জল হোসেন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) এর সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, জুলাই যোদ্ধা নাহিদুল ইসলাম এবং অদলীয় রাজনৈতিক-সামাজিক মঞ্চের ইমতিয়াজ আহমেদ ও ফয়সাল আহমেদসহ অনেকে।