সুন্দলপুরে শহীদ রিফাত স্মরনে বৃক্ষরোপণ কর্মসূচি

108

এস ইসলাম খাজা কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন এক নম্বর সুন্দলপুর মডেল ইউনিয়নের সুন্দলপুর পূর্বপাড়া যুবদলের উদ্যোগে শহীদ রিফাত স্মরণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রিফাতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে সুন্দলপুর বড়পাড়া থেকে যুবদলের নেতাকর্মীরা শহীদ নগর এম এ জলিল স্কুলের উদ্দেশ্যে রওয়ানা দেন।

ছবি – সিএনএস

বেলা তিনটায় শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম শীর্ষ নেতা ও চিন্তাবিদ ড. খন্দকার মারুফ হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

আয়োজক ফরহাদ আহমেদ, যিনি সুন্দলপুর পূর্বপাড়া যুবদলের অন্যতম সক্রিয় নেতা, জানান, “বৈষম্যের বিরুদ্ধে শহীদ রিফাতের যে সংগ্রাম ছিল, আমরা তার চেতনা বাঁচিয়ে রাখতে চাই। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং তরুণদের সচেতন করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, শহীদ রিফাতের স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখার এক অনন্য প্রয়াস বলেই মনে করছেন এলাকাবাসী।