উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

0
156

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর উত্তরা এলাকায় আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

ওঘটনাটি ঘটে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের মাঠে, দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং তা প্রশিক্ষণ মিশনের অংশ ছিল। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যে ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যাতে বিমান বিধ্বস্তের দৃশ্য ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, “আমি কয়েক মিনিট আগে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। মাইলস্টোন কলেজ এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি যাচাই করে নিশ্চিত করতে চেষ্টা করছি।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আরও দুটি ইউনিট রাস্তায় রয়েছে। এখন পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।”

এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ ও তদন্ত চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here