শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মেঘনা নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি কাটার ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে পুলিশ ও নৌপুলিশের যৌথ টিম। অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে কুলচুরী পাতারচর এলাকায় এই অভিযান পরিচালনা করে গোসাইরহাট থানা পুলিশ ও নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) শরীয়তপুর শাখার দেয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম বলেন, “অবৈধ বালু উত্তোলনকারী যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের এই ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে নদীভাঙন, পরিবেশ ধ্বংস এবং চোরাকারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমবে।