মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অভিযান: ১টি কাটার ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ

22

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মেঘনা নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি কাটার ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে পুলিশ ও নৌপুলিশের যৌথ টিম। অভিযানে চারজনকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে কুলচুরী পাতারচর এলাকায় এই অভিযান পরিচালনা করে গোসাইরহাট থানা পুলিশ ও নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোসাইরহাট থানা সূত্রে জানা গেছে, উক্ত এলাকায় সরকার অনুমোদিত কোনো বালুমহাল না থাকলেও একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) শরীয়তপুর শাখার দেয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম বলেন, “অবৈধ বালু উত্তোলনকারী যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের এই ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে নদীভাঙন, পরিবেশ ধ্বংস এবং চোরাকারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমবে।