উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত শঙ্কা বেড়ে ২৭ দগ্ধ প্রায় শতাধিক

49

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর উত্তরা দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ

ববিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৫ জনই শিশু—এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দেন। তিনি জানান, নিহত অন্য দুজনের একজন হলেন বিমানটির পাইলট, অপরজন স্কুলের এক শিক্ষিকা।

সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি F-7 BGI মডেলের প্রশিক্ষণ ফাইটার-জেট হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে আছড়ে পড়ে। ক্লাস চলাকালীন সময়েই ভবনটিতে ধাক্কা লাগার পরপরই ক্যাম্পাসজুড়ে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় স্কুলের মাঠে ও কক্ষে অবস্থান করা বহু কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক দগ্ধ হন। মুহূর্তেই সৃষ্টি হয় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

দগ্ধদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ
সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এলাকাজুড়ে শোকের ছায়া:
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ সবাই হতভম্ব। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক ও ক্ষোভ প্রকাশ করছেন দেশবাসী।