রাজবাড়ী প্রতিনিধি: বালিয়াকান্দি উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই ২০২৪, মঙ্গলবার, বালিয়াকান্দি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের বিপ্লবী ছাত্রনেতা ও জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের বলিষ্ঠ নেতৃত্বদানকারী খোন্দকার শোভন আরিফিন এবং সঞ্চালনায় ছিলেন সংগ্রামী ছাত্রনেতা রাহাত আরমান রক্তিম।
আলোচনা সভার শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বালিয়াকান্দি উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার শফিউল আজম (শিবলু)। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক প্রতিবাদ, যেখানে ছাত্র সমাজের ভূমিকা ছিল অগ্রগণ্য। এই আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
সভায় আরও বক্তব্য রাখেন— মোছাঃ মিতা আক্তার, নবনির্বাচিত সভাপতি, বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদল।
নাজমুল হাসান দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদল।
মোঃ সোহেল শেখ, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল।
সেলিম শেখ, সভাপতি, সদর ইউনিয়ন যুবদল।
বোরহান উদ্দিন তুষার, উপজেলা ছাত্রনেতা।
হাসিবুল হাসান শান্ত, সিনিয়র সহ-সভাপতি, জামালপুর কলেজ ছাত্রদল।
রাব্বী শেখ, সাকিব, ইভান, জনি, বাবরসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিন।
এই আয়োজনের মাধ্যমে ছাত্রদল নেতৃবৃন্দ গণআন্দোলনের চেতনা ও দেশের প্রতি তাঁদের দায়বদ্ধতার বার্তা দেন।