বালিয়াকান্দিতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

133

খোন্দকার শফিউল আজম শিবলু, রাজবাড়ী প্রতিনিধি: বালিয়াকান্দি উপজেলা চত্ত্বরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে অংশ নেয়। “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়”, “আমি কেন বৈষম্যের শিকার?”, “সুযোগ চাই, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাই”—এমন নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা চত্ত্বর।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মনি মুকুর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল খোন্দকার রফিকুদ্দোলা বাবলু, প্রী ক্যাডেট কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মোঃ রনি সহ আরও অনেক কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগী।

বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, সেখানে কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এটি সংবিধানসম্মত অধিকার লঙ্ঘন ও শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শামিল।

তারা সরকারের কাছে অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান