মোঃ ছাইদুজ্জামান ভেড়ামারা উপজেলা প্রতিনিধি: বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর-জামালপুর গ্রামীণ সড়কে দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে সড়কের দুই ধার দিয়ে ‘উলি বন’ শুকানোর প্রথা। এই ‘উলি বন’ রাস্তার ওপর ছড়িয়ে থাকার কারণে চলাচলকারী যানবাহন ও পথচারীরা বারবার স্লিপ করে দুর্ঘটনার কবলে পড়ছেন।
প্রায় দুই বছর আগে এই সড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিলো, যেখানে এক মোটরসাইকেল আরহী এনজিও কর্মী ইটের টলির নিচে চাপা পড়ে নিহত হন। ঘটনার সময় এনজিও কর্মীর মোটরসাইকেলের সামনের চাকা সড়কের উপরে ছড়িয়ে থাকা উলি বনের ওপর উঠে গেলে হঠাৎ স্লিপ করে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, এমন ধরণের দু-একটি দুর্ঘটনা নিয়মিতই ঘটছে এবং পথচারীরা আহত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সড়কের দুই পাশের উলি বন শুকানোর জন্য রাস্তার ওপর উলি ছড়িয়ে রাখা হয়, যা যানবাহনের জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করছে। এ কারণে সড়কটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মোঃ ছাইদুজ্জামান বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর-জামালপুর সড়কের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি সরকারি দফতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনসাধারণের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে উলি বন শুকানোর জন্য সড়কের ওপর আর যেন কোন কুপ্রথা চালু না হয় তা নিশ্চিত করতে হবে।
তিনি বিশেষভাবে অনুরোধ করেন, নির্বাহী কর্মকর্তা সরেজমিনে এসে সড়কটির পরিদর্শন করে প্রয়োজনীয় তদন্ত ও পদক্ষেপ নেবেন যাতে ভবিষ্যতে আর কোন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে।
সড়ক দুর্ঘটনার এই আশঙ্কাজনক বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রত্যাশিত।