গণঅভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় খাবার ও পানি বিতরণ

81

রাজবাড়ী জেলা প্রতিনিধি: বালিয়াকান্দি, রাজবাড়ী: জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং মানবিক দায়বদ্ধতা থেকে খেটে খাওয়া মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়েছে।

এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি গ্রহণ করেন খোন্দকার টের্ডাস-এর চেয়ারম্যান ও সাবেক বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি, বালিয়াকান্দি ব্লাড ডোনারস ক্লাব ও ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা খোন্দকার মশিউল আজম চুন্নুর নির্দেশনায়।

এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও আয়োজন করেন খোন্দকার টের্ডাসের ব্যবস্থাপনা পরিচালক, বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ব্লাড ডোনারস ক্লাব ও অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক খোন্দকার শফিউল আজম (শিবলু)। এটি তার ব্যক্তিগত উদ্যোগে ও তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমটি পরিচালনায় সহায়তা করেন বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও ব্লাড ডোনারস ক্লাবের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাহাত আরমান রক্তিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাব্বির মোল্লা, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, আম্পায়ার বিষয়ক সম্পাদক রইচ কাজী বাবর, সহ-প্রচার আপু ও সদস্য আলাউদ্দিন, রাব্বি শেখ, জিহাদ বিশ্বাস, রমিম শেখ, ইব্রাহিম, সাকিবসহ অনেকে।

এই কার্যক্রম স্থানীয় মানুষদের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ হিসেবে স্থান করে নিয়েছে।