খোন্দকার শফিউল আজম শিবলু, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা ব্যারেজ এবং দৌলতদিয়া-পাটুরিয়া সংযোগে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (২৬ জুলাই) ঢাকায় একটি ঐতিহাসিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সকাল ১০টায় রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে শুরু হবে এই সেমিনার। আয়োজক কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেমিনারে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, পরিবেশবিদ ও শিক্ষাবিদরা বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। উপস্থিত থাকবেন পিপিআরসির নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য, সাংবাদিক নূরুল কবীর, গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশেষজ্ঞ।
পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর যৌক্তিকতা তুলে ধরতে কারিগরি প্রেজেন্টেশন উপস্থাপন করবেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ ভুঁইয়া এবং প্রকৌশলী মো. শরীফুল ইমাম। আলোচনায় অংশ নেবেন প্রকৌশলী মো. মাহফুজুর রহমান ও প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী।
সেমিনারের মূল সূচির মধ্যে রয়েছে:
- সকাল ১০টা: রেজিস্ট্রেশন
- সাড়ে ১০টা: অতিথিদের আসন গ্রহণ ও স্বাগত ভাষণ
- ১০টা ৩৫ মিনিট: প্রেজেন্টেশন ও তথ্যচিত্র উপস্থাপন
- সকাল ১১টা: নির্ধারিত আলোচনা
- দুপুর ১টা: প্রশ্নোত্তর পর্ব
- ১টা ২০ মিনিট: সুপারিশমালা প্রণয়ন
- ১টা ৩০ মিনিট: সমাপনী
সম্প্রতি পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে একটি জাতীয় কমিটি গঠিত হয়েছে, যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এই সেমিনার সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।