মোঃ সামাদ খান ফরিদপুর প্রতিনিধিঃ “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের” লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হলো লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়। ফরিদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজসেবা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মিসেস মাশউদা রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, এবং এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের ছাত্র ও জনতার যে গণঅভ্যুত্থান ঘটেছিল, তা ছিল একটি যুগান্তকারী ঘটনা। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, এখন সময় এসেছে তাদের স্বপ্ন বাস্তবায়নের। বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শুরুতেই “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” প্রতিজ্ঞাবদ্ধ হয়ে লাখো কণ্ঠে শপথ পাঠ করা হয়, যা উপস্থিত সকলের মাঝে এক নতুন উদ্দীপনার সঞ্চার করে।