ভেদরগঞ্জে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

63

বিশেষ প্রতিনিধি শরীয়তপুরঃ শরীয়তপুরের ভেদরগঞ্জে এসএসসি ও এইচএসসি পর্যায়ের ১৯ জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় এ কর্মসুচি বাস্তবায়নে সহযোগিতা করে ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোজাহেরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু মুসা সরকার, শহিদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি কামরুল হাসান ভুট্টো মজুমদার ।

একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন গৈড্যা এম এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, চরকুমারিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহসিন, হাবিব উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মমিনুর রহমান, হাজ্বী শরীয়ত উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অশোক চন্দ্র টিকাদার, শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হক, নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন আজাদ সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ, বিদ্যালয় ও মাদরাসা প্রধান, সাংবাদিকবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের এস এস সি ও এইচ এস সিতে কৃতিত্ব অর্জনকারী ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

সভায় বক্তারা মেধাবীদের আগামীর বাংলাদেশ গড়তে রাজনৈতিক সচেতন হওয়ার অহবান জানান। তারা বলেন মেধাবীরা রাজনৈতিক সচেতন হলে দেশ ও দেশের মানুষের কল্যাণ হবে।