ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

81
ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর জ্যাতী

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এর আগে, গত রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। আজ সকাল ৯টার দিকে আমাদের ডুবুরি দল জ্যোতির মরদেহ উদ্ধার করে।’

নিখোঁজ জ্যো‌তি মিরপুরে বাস করতেন। তিনি ম‌নি‌ ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম‌্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। জ্যোতি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ার মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে।

গতকাল রোববার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ম‌্যানহোলে পরে তলিয়ে যায় ওই নারী।