শফিউল বারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল

53

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রামগতির কমলনগরে তার সমাধি সংলগ্ন মসজিদ মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ্যাডভোকেট. মহসিন কবির স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন,রাজিব আহসান সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াছিন আলী সিনিয়র সহ সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ।

আরো উপস্থিত ছিলেন, মনির হোসেন সহ সভাপতি, ফরহাদ হোসেন সহ সভাপতি, এ্যাডভোকেট. মো: মমিনুল ইসলাম সহ সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমেদ পলাশ সহ সসমাজসেবা সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

ইয়াছিন আলী বলেন, দেশে গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকারের জন্য বিএনপির বহু নেতাকর্মী, ছাত্র, জনতার রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে।

তারেক রহমানের ৩১ দফা রূপরেখার প্রতি জনগণের সমর্থনের আহ্বান জানিয়ে বক্তব্যে ইয়াছিন আলী বলেন, “তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখায় বাস্তবায়ন করতে হবে। “আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ভাইয়েরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই ত্যাগকে স্মরণ করে সমাজকে নতুনভাবে গড়তে চাই। এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করছি।”

এছাড়া আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমিরউদ্দিন নাহিদ, মিজানুর রহমান নোয়াখালী জেলা, কাউসার এলিন ফেনী জেলা।

শফিউল বারী বাবু ২০২০ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় এই ছাত্রনেতা বিএনপির তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক দল।