শরীয়তপুরের জাজিরায় স্বামীর হাতে প্রাণ গেলো সোনাই বিবির

63
ছবি- সিএনএস

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরের জাজিরায় সোনাই বিবি (৭০) নামের এক বৃদ্ধাকে শাবল দিয়ে  কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী করিম মুন্সীর(৮০) বিরুদ্ধে।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী করিম মুন্সীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোনাই বিবি ও করিম মুন্সী দম্পতি দুই ছেলে ও দুই মেয়ের জনক। বছর দুই আগে এক ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এঘটনার ১০-১২ দিনের মাথায় আরেক ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। দুই ছেলে সন্তানকে হারিয়ে করিম মুন্সী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে তার চিকিৎসা চলছিল। এছাড়াও নিহত সোনাই বিবি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন।

পরিবার জানায়, সোমবার রাতে স্ত্রী সোনাই বিবিকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে করিম মুন্সী। এরপর সকালে বড় ছেলের স্ত্রী ময়না বেগম সোনাই বিবির রক্তাক্ত  মরদেহ দেখতে পায়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সোনাই বিবির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত করিম মুন্সীকে গ্রেফতার করে।

নিহতের বড় ছেলের স্ত্রী ময়না বেগম বলেন, গতকাল রাত ৩ টার দিকে আমার শশুর আমাদের ঘরের দরজা পিটাইতাছে, পরে আমি তারে দেখে দরজা খুলে বসতে দেই। কিন্তু সকালের দিকে সে আবার ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে চলে যাওয়ার সময় পরে গেলে আমি জিজ্ঞাসা করি আপনে এমন করতাছেন কেনো।  উনি তখন বলে ঘরে জামা আছে অইটা মধ্যে টাকা আছে অই জামা পইরা আমি এক যায়গায় যামুগা। পরে আমি আর তাকে যেতে না দিয়ে আমি নিজেই যাই, গিয়ে দেখি আমার শাশুড়ি রক্তাক্ত অবস্থায় পরা।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। করিম মুন্সীকে জিজ্ঞাসাবাদের সময় তিনি স্ত্রীকে শাবল দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। মানসিক ভারসাম্য হারানো এবং পারিবারিক বেদনার জটিল আবর্ত থেকেই হয়তো এমন ট্র্যাজেডির জন্ম হয়েছে বলে ধারণা করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”