অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি বলেছে, দীর্ঘ ছয় বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এটি ছাত্র রাজনীতির অঙ্গনে একটি ইতিবাচক অগ্রগতি এবং শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
সোমবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এবং সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, “ডাকসু নির্বাচন শুধু নেতৃত্ব বিকাশ নয়, বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।”
তারা আরও বলেন, “পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে দেখা গেছে, নির্বাচনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য সমান সুযোগ না থাকায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি অপরিহার্য।”
নেতৃত্বদ্বয় ছাত্র রাজনীতিকে জাতীয় নেতৃত্ব তৈরির মূলভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, “ডাকসু নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই নিরপেক্ষ থেকে সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তারা সকল ছাত্র সংগঠনের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, “সহাবস্থান ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতির সংস্কৃতি গড়ে তুলতে সব পক্ষকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।