ফরিদপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

89
ছবি- সিএনএস

মোঃ সামাদ খান ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ধর্ষণ মামলায় সাইফুর রহমান উজ্জ্বল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত সাইফুর রহমান উজ্জ্বল ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এক কিশোরীকে নির্জন স্থানে নিয়ে দুই হাত বেঁধে ধর্ষণ করেন সাইফুর রহমান উজ্জ্বল। এ সময় কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার পর কিশোরী ভয় ও লজ্জায় বিষয়টি গোপন রাখলেও রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারকে জানায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার এ মামলার রায় দেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।”