
মো: নাসির খান বিশেষ প্রতিনিধিঃ মাইলস্টোন ট্রাজেডিতে বিমান দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর একটি দল।
মঙ্গলবার বিকেল ৩টায় বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আল আমিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টিম শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে পৌঁছায়।
তারা ওই গ্রামের আবুল কালাম মাঝির ছেলে, বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ ছামীমের (১৩) কবর জিয়ারত করেন।
এ সময় তাঁরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং রাষ্ট্রীয় সামরিক মর্যাদা প্রদান করেন। এছাড়া তাঁরা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা জানান।
এ সময় নিহত ছামীমের ভাই জাহিদুল ইসলাম, চাচা লাল মিয়া মাঝি, ফুপু হামিদা বেগম ও মামা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উইং কমান্ডার আল আমিন বলেন, “ছামীম এবং আয়মানসহ যারা মাইলস্টোন দুর্ঘটনায় শহীদ হয়েছে, তারা এখন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। মাননীয় বিমান বাহিনীর প্রধান নির্দেশ দিয়েছেন, তাদেরকে বিমান বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করতে। আমরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকি, তারাও তা পাবে। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।”
পরে বিকেল ৫টায় বিমান বাহিনীর ওই টিমটি ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে যায় এবং বিমান দুর্ঘটনায় নিহত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মানের (১০) সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করে। তারা একইভাবে তার কবর জিয়ারত করে ও পরিবারের সদস্যদের সান্ত্বনা জানায়।