তাবলিগ জামাত বিবাদ নিরসনে হচ্ছে সমঝোতা কমিটি

59
ছবি- সংগৃহীত

প্রধান প্রতিবেদকঃ তাবলিগ জামাতের দুই গ্রুপের দীর্ঘদিনের বিবাদ মেটাতে একটি নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠিত হবে, যার নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত সচিব।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের উভয় পক্ষের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী।

উপদেষ্টা বলেন, দুই পক্ষই তাদের নিজস্ব প্রতিনিধি কমিটিতে মনোনয়ন দেবেন। এই কমিটির মাধ্যমে আলোচনার ভিত্তিতে একটি সমঝোতার পথ খোঁজা হবে এবং ভবিষ্যতের সংঘাত এড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, “তাবলিগ জামাতের দুই দল অনেক দিন ধরেই আমাদের সঙ্গে বৈঠক করতে চাচ্ছিলেন। আজকের আলোচনায় প্রথমবারের মতো উভয় পক্ষ একসঙ্গে বসেছেন। বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে এবং আমরা চেষ্টা করছি তাদের আরও কাছাকাছি আনতে।”

গত বছর ইজতেমা মাঠে সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনার কথা স্মরণ করিয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, সেজন্যই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

একসঙ্গে ইজতেমা আয়োজন নিয়ে সিদ্ধান্ত এখনও হয়নি জানিয়ে তিনি বলেন, “এই ধরনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কমিটির আলোচনার মাধ্যমে। কমিটির সুপারিশের ভিত্তিতেই আমরা পদক্ষেপ নেব।”

বৈঠকে দুই পক্ষের গুরুত্বপূর্ণ মুরব্বিরা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন মাওলানা সাদ কান্ধলভী সমর্থিত মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম এবং জুবায়েরপন্থী মাওলানা মামুনুল হক।

বাংলাদেশে তাবলিগ জামাত বর্তমানে দুই ভাগে বিভক্ত— একদিকে দিল্লির নিজামুদ্দিন মারকাজের অনুসারীরা এবং অন্যদিকে সাদ বিরোধী শুরা-নেতৃত্বাধীন গ্রুপ। তাদের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে ইজতেমা আয়োজন ও অন্যান্য কার্যক্রমে প্রভাব ফেলেছে।

সরকার আশা করছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে বিরোধ নিরসনের পথে একটি স্থায়ী সমাধান সম্ভব হবে ইনশাল্লাহ্।