আন্তঃস্কুল প্রতিযোগিতা উপলক্ষে খোন্দকার মশিউল আজম চুন্নুর উপহার

138

খোন্দকার শফিউল আজম শিবলু, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃআসন্ন বর্ষাকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ (ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার) উপলক্ষে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়কে ৫০ সেট জার্সি উপহার দিয়েছেন খোন্দকার মশিউল আজম চুন্নু।

তিনি বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা, বালিয়াকান্দি ব্লাড ডোনার্স ক্লাব ও অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, বালিয়াকান্দি উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লার হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, ধর্মীয় শিক্ষক খোন্দকার মনির আজম মুন্নু, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

একইদিন বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির জন্য অতিরিক্ত ১৪ সেট জার্সি হস্তান্তর করা হয়। স্পোর্টস একাডেমির সহ-সভাপতি মেহেদী হাসান অপু, আজীবন সম্মানিত উপদেষ্টা মোঃ নান্নু বিশ্বাস, ওহিদ মন্ডল, সোহেল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় শেখ পাপ্পুর হাতে এসব জার্সি তুলে দেন খোন্দকার মশিউল আজম।

এ ধরণের উদ্যোগ ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।