খোন্দকার শফিউল আজম শিবলু, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আজ (৩১ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার (ইউএনও) জনাব চৌধুরী মুস্তাফিজুর রহমান।
উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ইভটিজিং, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, মাদকসেবন ও মাদকবিক্রেতাদের দৌরাত্ম্য, পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামালউদ্দীন।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। শুধু প্রশাসনের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এখানে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সামাজিক নেতৃবৃন্দ—সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সম্প্রতি কিছু এলাকায় চুরি ও কিশোর অপরাধের প্রবণতা দেখা যাচ্ছে। এজন্য প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ওসি মো. জামালউদ্দীন বলেন, “পুলিশ প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে। তবে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা না করলে অপরাধ দমন কঠিন হয়ে পড়ে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
এছাড়াও সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা জানান, বালিয়াকান্দি উপজেলায় সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সামাজিকভাবে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। সভা শেষে উপস্থিত সকলে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং সামনের দিনগুলোতে নিয়মিত এই ধরনের সভার আয়োজনের আহ্বান জানান।