শহীদ মিনারে সানাউল্লাহ বাবুল বেপারীর নেতৃত্বে প্রতিনিধি দল

62

নিজস্ব সংবাদদাতা: কুমিল্লা জেলার দাউদকান্দি থানা গণতন্ত্র পার্টি ও এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) এর দাউদকান্দি উপজেলা সমন্বয়কারী সানাউল্লাহ বাবুল বেপারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার শহীদ মিনারে অনুষ্ঠিত এনসিপির গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দিতে আগমন করেছেন।

এই প্রতিনিধি দলে রয়েছেন ফারুক খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে অংশগ্রহণের লক্ষ্যে এই বৈঠকে অংশ নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকের মাধ্যমে আগামীর কর্মপরিকল্পনা ও জাতীয় রাজনীতিতে এনসিপির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সানাউল্লাহ বাবুল বেপারী এসময় দাউদকান্দির পক্ষে দলের সার্বিক অগ্রগতি ও ভূমিকা তুলে ধরবেন বলে জানা যায়