নিজস্ব সংবাদদাতা: দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আবু জাফর মানিক এন্ড এসোসিয়েটস।
সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং অসুস্থ দুই নেতার আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মানিক এসোসিয়েটের নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া ও বকুল ভাই দেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ পথিকৃত। তাঁদের সুস্থতা আমাদের রাজনৈতিক ও জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।