খোন্দকার শফিউল আজম শিবলু, জেলা প্রতিনিধি (রাজবাড়ী): রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি সরকারি কলেজ চত্বর থেকে একটি বিজয় র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, ইসলামপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বেলাল, সাবেক সহ-সভাপতি মীর মনিরুজ্জামান বাবু ও রফিকুল ইসলাম বাচ্চু।
বক্তারা বলেন, “ছাত্র জনতার গণঅভ্যুত্থান শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ছিল গণতন্ত্রের জন্য এক বলিষ্ঠ কণ্ঠস্বর। আজ সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন।