ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর বাসন থানার নাউজর এলাকায় ৬ আগস্ট রাত আনুৃমানিক রাত এক টার দিকে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহত নারীর কাছ থেকে একটা ভেনিটি বেগ পাওয়া যায়। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১ টার দিকে ট্রাকটি সড়কের বাম পাশে উল্টে পড়ে যায়। ঘটনার পরপরই আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই এক জন জন মারা যান।
ট্রাক উল্টে যাওয়া” এই ঘটনায় চালক ও হেলপার পলাতক, অর্থাৎ তারা দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
খবর পেয়ে বাসন থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিবলু ইসলাম জানান, ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে মেরে ফেলেছে এবং ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে
ফায়ার সার্ভিসের গাজিপুর বাসন থানা ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. সারজিদ রাজু বলেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে মাল থাকায় উদ্ধার তৎপরতা বিঘ্ন ঘটে।