রাজবাড়ী প্রতিনিধি: ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ আগষ্ট ) বিকাল ৩ টার সময় আরাফাত রহমান কোকো বালিয়াকান্দি মিনি স্টেডিয়াম (কুঠির মাঠে) আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ, বালিয়াকান্দি উপজেলা শাখা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্পোর্টস একাডেমির খন্দকার শফিউল আজম (শিবলু) আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বি, এন, পির, সদস্য আহবায়ক খন্দকার মশিউল আজম চুন্নু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি, এন, পির, সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক সদস্য, সাবেক সভাপতি বালিয়াকান্দি উপজেলা বি, এন, পি, এবং বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বি, এন, পির,সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব মন্ডল, সাবেক সদস্য সচিব,এস, এম, মিজানুর রহমান বেলাল, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক ভি, পি,ও সভাপতি, শামসুজ্জামান সাত্তার, বালিয়াকান্দি স্পোর্টস একাডেমি আজীবন সন্মানিত উপদেষ্টা উজ্জল কুরার দাস, সহ সভাপতি ও আজীবন সন্মানিত উপদেষ্টা মেহীদী হান অপু, বালিয়াকান্দি উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রিড়া সংসদ সাধারণ সম্পাদক কাজী মাসুকুর রহমান ছোটন, স্পোর্টস একাডেমি সহ সভাপতি খোঃ গালিব, যুগ্ন সাধারণ সম্পাদক হৃদয় শেখ পাপ্পু, ক্রিড়া সম্পাদক আকাশ মিয়া, টুর্নামেন্ট উর্যাপন কমিটির সন্মানিত উপদেষ্টা বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দকের সাধারণ সম্পাদক মোঃ সোহেল শেখ, সদর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মহসিন খান, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে দূরে সড়িয়ে রাখতে এবং দর্শকদের বিনোদন দিতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বহরপুর ফুটবল একাদশ বনাম জংগল ফুটবল একাডেমি প্রতিযোগিতা করে। খেলায় জংগল ফুটবল একাদশ ১ গোলে পরাজিত করে বহরপুর ফুটবল একাডেমি ২ গোলে বিজয়ী হয়।