সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে বালিয়াকান্দিতে মানববন্ধন

68

খোন্দকার শফিউল আজম (শিবলু), জেলা প্রতিনিধি রাজবাড়ী: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সারাদেশে সংবাদিক নির্যাতনের প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ছবি- সিএনএস

আজ রবিবার (১০ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সড়কে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, সি.এন.এস টুয়েন্টি ফোর ডটকম এর রাজবাড়ী জেলা প্রতিনিধি খোঃ শফিউল আজম (শিবলু), দৈনিক আমার দেশ প্রতিনিধি পারভেজ মিয়া, দৈনিক জনবানীর প্রতিনিধি জয়নাল আবেদীন, তালাশ বিডির প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক পাঞ্জেরীর খোন্দকার আহাদুল ইসলাম, সমির কান্তি বিশ্বাস প্রমুখ।

বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তবা রিজুর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় ইত্তেফাকের প্রতিনিধি তনু শিকদার সবুজ, সাংবাদিক খোন্দকার আহাদুল ইসলাম, দৈনিক ঘোষণার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সমাচারের প্রতিনিধি আজাদ তালুকদার, আরিফ হোসেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ওয়াজেদ আলী, দেশ রূপান্তরের প্রতিনিধি মেহেদী হাসান মাসুদ, সাংবাদিক গোলাম মোস্তফা, জাহিদুর রহিম, আমিরুল ইসলাম, ইমদাদুল হক রানা, নবচেতনার প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান রাজু, আজকের প্রত্রিকার প্রতিনিধি অনিক সিকদারসহ উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছে। অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। নইলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা প্রতিহত করবো।

বক্তারা বলেন সাংবাদিক তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে।

তারা আরো বলেন- ইতপূর্বে সাগর-রুনি হত্যাকান্ড হয়েছে। সেই হত্যাকান্ডের বিচার দেশের মানুষ দেখতে পায়নি। কয়েকদিন আগে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। সংবাদকর্মীদের ওপর হামলায় ঘটনায় দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করছে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালণ করে। তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা করা। এই হামলার বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।