ঝড় ও গোলাপ – আইনুন ম্যামি

77
কবি- আইনুন ম্যামি

ঝড় হাওয়ায় উড়ে আসে
চিঠির খবর
এখন আমার
বুকের ভাঁজে স্বপ্ন ভাসে

ঝড়ের রাতে আঁধার ঘরে
একলা হাসি
ফিরে আসি
বিসর্জনে হাজার জনম ধরে

বুকের ভাঁজে গোলাপ ঝরে
নিশি ভোর
ফুলদানি মোর
বাঁধা থাকে স্বপ্ন ডোরে

নবীন সুরে বাঁচার গল্পে
ছন্দ সাজাই
লিখে যাই
কাব্য কথা আগামীর সংকল্পে