বালিয়াকান্দিতে জিয়া স্মরণী পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

246

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন জিয়া স্মরণী পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বালিয়াকান্দি আগমন উপলক্ষে উপজেলা বাসিন্দারা ডাকবাংলো ও ঐতিহ্যবাহী কুঠির মাঠ সংলগ্ন স্থানে ‘জিয়া স্মরণী’ নির্মাণ করেন। পরবর্তীতে রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে তত্কালীন আওয়ামী লীগের একদল দুর্বৃত্ত রাতে বুলডোজার ও ভেকু ব্যবহার করে স্মরণীটি ভেঙে ফেলে।

আরাফাত রহমান কোকো গোল্ড কাপ–২০২৫ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ শুরুর আগে হাজারো খেলা–প্রেমী ও জিয়া ভক্তদের উপস্থিতিতে নতুনভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা করেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম (চুন্নু)। সার্বিক তত্ত্বাবধান করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খোন্দকার শফিউল আজম শিবলু।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবু, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ওহিদ মন্ডল, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম শেখ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাজাহান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বিপু, সদর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ও বালিয়াকান্দি স্পোর্টস একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় শেখ পাপ্পু, উপজেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়।