লাইসেন্স নেই, ট্যাক্স নেই—তারপরও খোকনের সেনেটারি ফ্যাক্টরি চলছে রমরমিয়ে, আর চাঁদাবাজি করে ইউটিউব চ্যানেল চালাচ্ছে আজিজুল!

নড়াইল জেলা প্রতিনিধি, জহিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন: সরকারি সম্পত্তি অবৈধভাবে ভোগদখলকারী ভূমি দস্যু জবা সেনিটারীর প্রোপাইটর মোঃ খোকন শেখ, পিতা: মনসুর শেখ, গ্রাম: মাইগ্রাম – কলাগাছি, কোটাখোল ইউনিয়ন, থানা: লোহাগড়া, জেলা: নড়াইল, লাইসেন্সবিহীন অবৈধ সেনেটারি ফ্যাক্টরি চালিয়ে সরকারের আইন ও করব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এমন অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, অনুমোদনবিহীন কিছু পত্রিকা ও ইউটিউব চ্যানেলের কর্মীরা এ কাজে সহযোগিতা করছে।

উক্ত খবরের ভিত্তিতে cns24news এর প্রতিবেদক জহির অনুসন্ধানে গেলে সকল তথ্যের সত্যতা পাওয়া যায়।

এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন করতে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় সাংবাদিক পরিচয়ধারী মোহাম্মদ আজিজুল বিশ্বাস নামে এক ব্যক্তি, ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন কোম্পানি থেকে মাসিক চাঁদা আদায় করছেন ফ্যাক্টরি মালিক দিচ্ছেন কেন? চোরে চোরে মাসতুতো ভাই!
সরকারি আইনে স্পষ্ট উল্লেখ আছে সেনিটারী ফ্যাক্টরি একটি জটিল প্রক্রিয়া তাই ১) ট্রেড লাইসেন্স, ২) পরিবেশ ছাড়পত্র, ৩) ফায়ার লাইসেন্স, ৪) কোম্পানির রেজিষ্ট্রেশন, ৫) জমির ভাড়ার চুক্তিপত্র সহ আরো অনেক কাগজ যার কোনোটাই নাই এই জবা সেনেটারির।
শুধু তা ই নয় তারা প্রকৃত সাংবাদিকদের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে সুনাম ক্ষুণ্ণ করছেন।
আরো জানা গেছে এই খোকনের শালা চিটার শামীম নামে পরিচিত যে কিনা ভূয়া নাম্বার প্লেট ব্যবহার করে ট্রাক চালিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।
সচেতন মহল দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এসব ভুয়া কারখানা বন্ধের জন্য হস্তক্ষেপ দাবি করেছে।
চলমান।