অথৈজলে ডুবে যাওয়ার ভয়ে
ছোট্ট বেলায় পরম যত্নে
ভরা পুকুরে সাঁতার শিখিয়েছিল
জীবনের জলাশয়, নদী, সাগর
খুব সহজে পাড়ি দিয়ে বেঁচে থাকার আশায়
দুঃস্বপনের হাজারো রাত শেষে
জনকের আঙুল ছুয়ে
উঠে দাঁড়াতে শিখেছি
কথাও বলতে শিখেছি
কিন্তু আজও হাটতে শিখিনি
এখনো চলার পথে হোঁচট খেতে হয়
শুকনো পুকুরেও ডুবে যাই
চৌধারে উইপোকা’র ঘর
কুঁড়ে কুঁড়ে ছিড়ে খায়
পৃথিবীর বুকে আত্মজার আত্মজয়
জনক তুমি কি উদ্বেগে নির্ঘুম চোখে
আমার ফেরার অপেক্ষায় প্রহর গুনছো
তুমি কি বুঝতে পারছো
সময়ের বাঁক জুড়ে
শুধুই রক্ত গোলাপ ফোটে