সামাদ খান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক অপরাধ দমনকে লক্ষ্য করে “ওপেন হাউজ ডে” ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান এবং আলোচনায় উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সময়ে সমাধানের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ জানান।
এ সময় মধুখালী থানার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।