বালিয়াকান্দি কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

144

রাজবাড়ী জেলা প্রতিনিধি: আজ রবিবার (১৭ আগস্ট ২০২৪) বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিএনপি চেয়ারপারসন, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি মিতা খাতুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিহাদ ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বারবার কারানির্যাতিত ছাত্রনেতা খোন্দকার শফিউল আজম (শিবলু)।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুপ্তি, সহ-সভাপতি লতিফ শেখ ও তৌহিদ মাহমুদ, যুগ্ম সম্পাদক জিহাদ বিশ্বাস, যুগ্ম সম্পাদক তৌহিদ মাহমুদ, প্রচার সম্পাদক ইমন, ছাত্রনেতা শাহারিয়ার রহমান সাব্বির, শিবির আহম্মেদ সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা উলামা দলের আহবায়ক মাওলানা রুহুল আমিন।