লোহাগড়ার কৃতি সন্তান আবু তালেব এখন কারা মহা পরিদর্শক

20

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কৃতি সন্তান আবু তালেব বর্তমানে দায়িত্ব পালন করছেন কারা মহা পরিদর্শক হিসেবে। মেধা, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি এ পর্যায়ে আসতে সক্ষম হয়েছেন।

শৈশব-কৈশোর থেকে অধ্যবসায়ী ও পরিশ্রমী হিসেবে পরিচিত আবু তালেব সরকারি দায়িত্ব পালনে সর্বদা আন্তরিক। তাঁর এই অর্জনে লোহাগড়া উপজেলাসহ নড়াইল জেলাবাসী গর্বিত।

স্থানীয়রা জানিয়েছেন, আবু তালেবের কর্মদক্ষতা ও সততার মাধ্যমে দেশের কারা প্রশাসনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে বলে তাদের বিশ্বাস।