মোঃ সিদ্দিকুর রহমান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া বাজার জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বিএনপি আয়োজিত এক পথসভা। পথসভাটি ধীরে ধীরে বিশাল জনসভায় রূপ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও বিমান বাহিনীর সাবেক প্রধান এবং বিএনপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব আলতাফ হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আবুল কালাম আজাদ।
সভায় জেলার শীর্ষ নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং ইউনিয়নের তৃণমূল নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় কর্মকৌশল নিয়ে নানা দিক তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় রাজনীতির চলমান সংকট ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি সবসময় আন্দোলনে রয়েছে এবং থাকবে।
এ সময় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।