জহিরুল ইসলাম নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর কালনা ঘাট থেকে ৭ নং লোহাগড়া ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড এর ছাগলছেড়া গ্রাম পর্যন্ত অংশে ভয়াবহ নদী ভাঙনে অন্তত ৫০০ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েকদিনের প্রবল স্রোত ও পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
৯নং ওয়ার্ড এর তাহাজেত মেম্বার জানিয়েছেন, হঠাৎ করেই নদীর গতিপথ বদলে গিয়ে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের মুখে পড়েছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। কেউ কেউ খোলা আকাশের নিচেও দিন কাটাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জরুরি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণ ও ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।







