নির্বাচনে অনিয়মের সুযোগ নেই: ইসি

0
259

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) পরিষ্কারভাবে জানিয়েছে, কোনো ধরনের অনিয়ম বা অন্যায় বরদাস্ত করা হবে না। কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “ভুল হতেই পারে, কিন্তু অন্যায় মেনে নেওয়া হবে না।”

রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে বৃহস্পতিবার সাংবাদিকদের নীতিমালা নিয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

গণমাধ্যমের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের প্রস্তাবিত পরিবর্তনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, যাতে কমিশন, সাংবাদিক ও জনগণ সবাই আস্থার সঙ্গে নির্বাচনের পরিবেশ উপভোগ করতে পারে।”

সভায় সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আস্থার সংকট এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। কমিশনের প্রথম দায়িত্ব আস্থা ফিরিয়ে আনা। সাংবাদিকদের নীতিমালা নিয়ে মতবিনিময় ও বিশ্লেষণ করলে ভুলের ঝুঁকি কমবে, ভালো নির্বাচন সম্ভব হবে।”

সচিব আখতার আহমদ সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহের নিশ্চয়তা দেন। সভায় আরএফইডি সভাপতি কাজী জেবেল সাংবাদিকদের জন্য প্রস্তাবিত নীতিমালা ইসির হাতে তুলে দেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই ইসি সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা প্রকাশ করে। এতে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধ করা হয়। প্রিজাইডিং অফিসারকে জানিয়ে সর্বোচ্চ ১০ মিনিট ভোটকক্ষে থাকার বিধান রাখা হয়। তবে আরএফইডি নেতারা এসব বিধিনিষেধের বিরোধিতা করে সাংবাদিকদের জন্য ভোটকক্ষে প্রবেশ ও কাজের ক্ষেত্রে আরও স্বাধীনতা, একসঙ্গে অন্তত পাঁচজন সাংবাদিক প্রবেশের সুযোগ এবং সাংবাদিকদের কাজে বাধা দিলে শাস্তির বিধান যুক্ত করার দাবি জানান।