বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পাশেই অবস্থিত কাশিয়ানী ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলছে প্রকাশ্যে ওষুধ বিক্রির অনিয়ম ও দুর্নীতির ব্যবসা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ফার্মেসি ব্যবসায়ী অনুমোদনহীন ওষুধ এবং সরকারি হাসপাতালের সরবরাহকৃত ওষুধ বিক্রি করে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে।
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—একজন ক্যান্সার আক্রান্ত মুক্তিযোদ্ধা যখন জীবনের সঙ্গে লড়ছেন, তখন তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ওষুধের সময়ই এমন দুর্নীতির ঘটনা ঘটছে। এতে শুধু ওষুধপ্রত্যাশী রোগীরাই নয়, সাধারণ মানুষও ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই এই অনিয়ম চলছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গরিব ও অসহায় মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার এই অন্যায় বাণিজ্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।






