নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হাতিরঝিল থানার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয় ২০২২ সালের মার্চ মাসে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মাসুম বিল্লাহ রাকিব এবং সদস্য সচিব হন মেহেদী হাসান মুকুল। কমিটি ঘোষণার পর থেকেই তারা তাদের কর্মকাণ্ড সঠিকভাবে পালন করে আসছেন।
জানা যায়, সংগঠনের নেতৃবৃন্দ নানা আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে গত জুলাই মাসের গণআন্দোলনে রামপুরা এলাকায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে বহু নেতাকর্মী আহত হন।
তবে কমিটির কার্যক্রম চলমান থাকা অবস্থায় কোনরকম আলোচনা ছাড়া মহানগর উত্তর জাসাসের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নতুন কমিটি গঠনের ঘোষণা দেন এবং কর্মী সম্মেলনের তারিখ নির্ধারণ করেন যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।
এরপর থেকেই বর্তমান কমিটির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
তারা অভিযোগ করেন, ঘোষিত নতুন কমিটির সদস্যদের অনেকেই ৫ আগস্টের পর বিএনপিতে যোগদান করেছেন এবং তাদের দীর্ঘদিনের সংগ্রামী ভূমিকা নেই।
এছাড়া নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে ‘পদ বাণিজ্যের’ অভিযোগও উঠেছে, যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী বলে জানিয়েছেন একাধিক জাসাস নেতা।
নেতৃবৃন্দ বলেন, ফেসবুক থেকে এসব ভুয়া কমিটি অতি দ্রুত সরিয়ে নিতে হবে। তা না হলে আমরা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেব।







