নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার (১ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টায় শুরু হওয়া এ সংবাদ সম্মেলনে সমসাময়িক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।








