জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে সাইফুল হকের শ্রদ্ধা

0
78

প্রধান প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া–মোনাজাত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১২ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক আজ রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তাঁদের কবরে শ্রদ্ধা জানান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, “ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস জুগিয়েছে এবং অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে যাঁরা গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করবেন, খালেদা জিয়া তাঁদের কাছেও সাহসের বাতিঘর হয়ে থাকবেন।”

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাবেন।

শ্রদ্ধা নিবেদনের সময় সাইফুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ও ঢাকা ১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা ১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য  আকবর খান, বহ্নিশিখা জামালী রাজনৈতিক পরিষদের সদস্য, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দারসহ বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল, যুব সংহতি, ছাত্র সংহতি, রিকসা শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক সংহতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।